৩৪ বছর পর আবারও স্পেনের বাইরে হতে যাচ্ছে এল ক্লাসিকো মহারণ

ক্রীড়া ডেস্ক : এল ক্লাসিকো। শুধু উত্তেজনার বারুদে ঠাসা বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথ নয় এটি। দুই ক্লাবের সমর্থকদের কাছে এটা ফুটবলের চেয়েও বেশি কিছু।

এখন পর্যন্ত মোট ২৩২টি এল ক্লাসিকোর মাত্র একটি ম্যাচই হয়েছে স্পেনের বাইরে। ১৯৮২ সালে ভেনেজুয়েলায় সেই ম্যাচে ভিসেন্তে ডেল বস্কের একমাত্র গোলে বার্সেলোনাকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।

৩৪ বছর পর আবারও স্পেনের বাইরে হতে যাচ্ছে এল ক্লাসিকো মহারণ। প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে আগামী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের (আইসিসি) আয়োজকরা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে। এল ক্লাসিকো ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগের দল মিয়ামি ডলফিনসের ঘরের মাঠে হার্ড রক স্টেডিয়ামে। আগামী ২১ মার্চের মধ্যে টুর্নামেন্টের বাকি দল ও ভেন্যুর নাম ঘোষণা করবে আয়োজকরা।

রিয়াল-বার্সা দ্বৈরথ নিয়ে আইসিসির সহ প্রতিষ্ঠাতা ও মিয়ামি ডলফিনসের মালিক স্টিভেন রোজ বলেন, ‘যখন তারা কোনো ম্যাচ খেলে, সেখানে বন্ধুত্বের কিছু থাকে না। এটা একটা যুদ্ধে পরিণত হয়। তারা কেউই হারতে চায় না।’

তথ্যসূত্র : মেইল অনলাইন।