৩৫টি কচ্ছপ প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : শনিবার সকালে কচ্ছপগুলো অবমুক্ত করেছে বন বিভাগ।

এর আগে ঢাকার শাখারী বাজার থেকে জব্দকৃত ‘সুন্দি’ প্রজাতির ৩৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার কচ্ছপ প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণের বিভাগীয় কর্মকর্তা এ এস এম জহির উদ্দিন আকন জানান, ঢাকা শাখারী বাজারে কচ্ছপের মাংস বিক্রি হয়- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ওই বাজারে অভিযান চালিয়ে ৩৫টি ‘সুন্দি’ প্রজাতির কচ্ছপ, প্রায় এক মণ কচ্ছপের মাংসসহ তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, জীবিত উদ্ধার ৩৫টি কচ্ছপ শনিবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার কচ্ছপ প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।

এ সময় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোজাহেদ হোসেনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।