চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর সিআরবি সাত রাস্তার মাথা এলাকা থেকে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো মো. আবুল খায়ের (৩২) ও মো. সাইফুদ্দিন (৩৩)।
সিনিয়র সহকারী কমিশনার কামরুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে সিআরবি তাশফিয়া গার্ডেন রেস্টুরেন্টের সামনে থেকে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।