
প্রবাসী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপলক্ষে ৩৫ তম সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে।
সংগঠনটি জানিয়েছে, ৩ থেকে ৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডি.সিতে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে শুক্রবার ওয়াশিংটন ডি.সিতে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ফোবানা সম্মেলনের কনভেনর জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনর পারীভন পাটোয়ারী এবং মজনু মিয়া, চিফ প্যাট্রন কবির পাটোয়ারী, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন, ট্রেজারার ফাইজুল ইসলাম এবং সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক।
এতে সভাপতিত্ব করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনর জি আই রাসেল, পরিচালনা করেন সদস্য-সচিব শিব্বীর আহমেদ।