৩৫ হাজার পিস ইয়াবাসহ দুই জন আটক

আটক

ফেনী প্রতিনিধি : ফেনীর র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের মোটরসাইকেল তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এই সময় রোকন উদ্দিন সরকার ও আসাদুল ইসলাম আসাদ নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের মোটরসাইকেল জব্দ করা হয়।
ফেনীতে পাচার করার সময় ৩৫ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছ র‌্যাব-৭। যার আনুমানিক মূল্য এক কোটি ৪০ লাখ টাকা।

শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রোকন উদ্দিন সরকার (৩৫) ও আসাদুল ইসলাম আসাদ।