চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল ও আর্থিক ক্ষতিপূরণসহ ৩ দফা দাবিতে গ্রামীণফোন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরের আগে বঞ্চিত শ্রমিকরা গ্রামীণফোন কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাদের দাবি, শ্রমিকদের সকল বকেয়া দ্রুত পরিশোধ করতে হবে।
এ ছাড়াও শ্রমিকদের ওপর নিপীড়নের সাথে জড়িত গ্রামীনফোন কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শ্রম আইন লঙ্ঘন, বলপূর্বক শ্রমিক ছাটাই ও পাওনা পরিশোধে ধারাবাহিকভাবে গড়িমসির বিরুদ্ধে বহুদিন ধরে আন্দোলন করে আসছে বঞ্চিত শ্রমিকরা।