
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, সারা দেশে প্রায় ৩ লক্ষাধিক যানবাহনের ফিটনেস নেই।
মানুষের ঈদযাত্রায় এসব যানবাহন যেন রাস্তায় নামতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান তিনি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান তিনি।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর বাস, লেগুনা, টেম্পু, মাইক্রোবাস, নসিমন-করিমন ও সিটিং সার্ভিস মিনিবাসগুলো প্রতিবছর ঈদের সময় দূরপাল্লার যাত্রী পরিবহনে নেমে পড়ে। সেগুলো রাস্তায় গিয়ে নষ্ট হয়ে যানজটের সৃষ্টি করে। অনেক সময় এ গাড়িগুলো দুর্ঘটনারও কারণ হয়ে থাকে। তাই এসব যানবাহন চলাচল বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলোর মধ্য রয়েছে সড়ক-মহাসড়কে যাত্রী সাধারণের নিরাপত্তা বিধান, টার্মিনাল ও বাস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রীদের বসার ব্যবস্থা, ব্যবহার উপযোগী প্রয়োজনীয় শৌচাগারের ব্যবস্থা, যানজটের কবলে আটকে পড়া যাত্রীদের সুলভ মূল্যে সেহেরি ও ইফতারি এবং পানীয় জলের ব্যবস্থা।
মানববন্ধনে বাসদ-এর কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।