৩ লাখ মেট্রিক টন আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সরকার এবারের মৌসুমে ৩ লাখ মেট্রিক টন আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগামী মার্চ মাসের মধ্যে লক্ষ্যমাত্রা অনুসারে চাল সংগ্রহ করা হবে। সরকারের এ লক্ষ্যে পূরণে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আমন চাল সংগ্রহ, খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সারা দেশের সহায়, সম্বলহীন ৫০ লাখ পরিবারকে সরকার ১০ টাকা কেজি দামে চাল দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই কর্মসূচি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে।

মন্ত্রী বলেন, এই কর্মসূচিকে কোনোভাবেই বিতর্কিত করতে দেওয়া হচ্ছে না। বিতর্কিত করার অপরাধে ইতিমধ্যে ১৩০ জনের ডিলারশিপ বাতিল, ৩৭টি মামলা করা হয়েছে। ২ লাখ ১৮ হাজার কার্ড বাতিল এবং ১০ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ। ১৯৯৬ সালে এদেশে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গঠনের পর থেকে ২০/২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ থাকে। আগে ৭ কোটি মানুষের জন্য বিদেশ থেকে চাল আমদানি করা হতো। আর বর্তমানে ১৬ কোটি মানুষের দেশ থেকে চাল রফতানি করতে আমরা সমর্থ হয়েছি।

চট্টগ্রাম জেলা খাদ্য বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদির, চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম, কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম তাহমিনুল হক।