৩-১ গোলে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছে টটেনহাম

ক্রীড়া ডেস্ক : লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে নামার অভিজ্ঞতাটা মোটেই সুখকর হলো না রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগে গতবারের চ্যাম্পিয়নদের ৩-১ গোলে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছে টটেনহাম হটস্পার। ষষ্ঠবারের চেষ্টায় রিয়ালের বিপক্ষে এটাই টটেনহামের প্রথম জয়। আগের পাঁচবারের দেখায় টটেনহাম তিনবার হেরেছিল, দুটি ম্যাচ ড্র হয়েছিল। টটেনহামের জয়ের নায়ক ডেলে আলী। ইংলিশ এই মিডফিল্ডার করেছেন জোড়া গোল। অন্য গোলটা ক্রিস্টিয়ান এরিকসনের। রিয়ালের একমাত্র গোলটা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত পাঁচ বছরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে প্রথমবার হারের তিক্ততা পেল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ হার ছিল ২০১২ সালের অক্টোবরে, বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। এমনকি ২০০৮ সালের নভেম্বরে জুভেন্টাসের কাছে ২-০ গোলে হারের পর ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার গ্রুপ পর্বে এটাই রিয়ালের সবচেয়ে বড় হার। লা লিগায় সর্বশেষ ম্যাচে নবাগত জিরোনার মাঠে হারের ধাক্কা সামলে ওঠার আগেই আবার হারের হতাশায় ডুবল রিয়াল। চলতি মৌসুমে এই প্রথম টানা দুই ম্যাচ হারল জিনেদিন জিদানের দল। সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দলের প্রথম লেগের ম্যাচটা ১-১ গোলে ড্র হয়েছিল। যে দল জিতবে, সোজা চলে যাবে শেষ ষোলোতে- এমন সমীকরণে বুধবার রাতে ওয়েম্বলিতে খেলতে নেমেছিল রিয়াল ও টটেনহাম। নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে টটেনহাম। ২৭ মিনিটে সেটার পুরস্কার পায় তারা। কিয়েরান ট্রিপিয়েরের ক্রস থেকে রিয়ালের জালে বল জড়িয়ে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ডেলে আলী। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নিজের জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন আলী। এই গোলটা যদিও আলীর জন্য কিছুটা সৌভাগ্যপ্রসূত। তার জোরালো শট রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না রিয়াল গোলরক্ষক কিকো কাসিয়ার। চার মিনিট পর গোল পেতে পেতেও পাননি রামোস। তার প্রচেষ্টা একবার ফিরে আসে গোললাইন থেকে, ফিরতি বলেও শট নিয়েছিলেন। এবার সামনে দাঁড়ানো রোনালদোর পায়ে বাধা পায়। তাতে গোলের বদলে উল্টো হতাশা বাড়ে রিয়াল অধিনাকের। ৬৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন এরিকসন। হ্যারি কেনের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান ডেনমার্কের এই মিডফিল্ডার। তিন গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরাটা বেশ কঠিনই। ৮০ মিনিটে রোনালদোর গোলটা কেবল ব্যবধানই কমাতে পেরেছে। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে টটেনহাম। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। গ্রুপের অন্য ম্যাচে এগিয়ে গিয়েও বরুসিয়া ডর্টমুন্ড হারাতে পারেনি অ্যাপোয়েলকে, ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ডর্টমুন্ড জিতে গেলে দ্বিতীয় পর্বে উঠতে শেষ দুই ম্যাচের সমীকরণটা কঠিনই হয়ে যেত রিয়ালের। ডর্টমুন্ড ও অ্যাপোয়েলের পয়েন্ট সমান ২ করে।