
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল ৩ মাস চিকিৎসা জনিত কারণে সিঙ্গাপুর ও একমাস সংসদ অধিবেশনের কাজ শেষ করে বুধবার নিজের নির্বাচনী এলাকায় এসেছেন। এসময় ভোলা ল ঘাট থেকে বোরহানউদ্দিন পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে লাখো জনতা তাকে বরণ করে নেয়। পরে তিনি ১৫ আগষ্টের শোক দিবস উপলক্ষ্যে নির্বাচনী এলাকা বোরহানউদ্দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । সভায় উপজেলা আ’লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনূল ইসলাম বিল্পব, বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম খাঁন, তজুমদ্দিনের নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত যুবলীগের সভাপতি সম্পাদক,ছাত্রলীগ সভাপতি সম্পাদক,সেচ্ছাসেবক লীগ সভাপতি সম্পাদকসহ দুই উপজেলার ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগন ।