
নিজস্ব প্রতিবেদক : ৪০তম বিসিএস পরীক্ষার পূর্বে সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম ৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান। বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি সরকার সাধারণ ছাত্র-ছাত্রীদের চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম ৩২ করতে চাচ্ছে। আমরা ৩২/৩৩ কোনোটাই মানবো না। আমরা চাকরিতে আবেদনের বয়স ৩৫ চাই। ৪০তম বিসিএস পরীক্ষার পূর্বেই এ সুপারিশ বাস্তবায়ন করতে হবে। মানববন্ধনে আয়োজক সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ন আহ্বায়ক হারুন আর রশিদ, সবুজ ভূইয়া, কামরুন নাহার ঝুমা, নীপা প্রমুখ উপস্থিত ছিলেন।