“৪০ বছর বিএনপির রাজনীতি করি, আমার বিশ্বাস নমিনেশন আমাকে দিবে” — এম কফিল উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ৪ নভেম্বর, মঙ্গলবার বিকেলে রাজধানীর দক্ষিণখান জামতলা এলাকায় বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ উপলক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বক্তব্যে তিনি বলেন,
“আমি বিএনপির রাজনীতিতে আছি ৪০ বছর ধরে। তৃণমূল থেকে আজ পর্যন্ত দল ও জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস, দল আমাকে এবার নমিনেশন দেবে। আমি দেশনায়ক তারেক রহমানকে ঢাকা-১৮ আসন উপহার দিতে চাই। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক।

দক্ষিন থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদ হাজী মো: মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা বলেন, এম কফিল উদ্দিন আহমেদ দীর্ঘ চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবেদিতভাবে যুক্ত আছেন। তিনি দলে যেমন গ্রহণযোগ্য, তেমনি তৃণমূলে জনপ্রিয়।

স্থানীয় নেতাকর্মীরা একযোগে দাবি জানান—
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে এম কফিল উদ্দিন আহমেদ যেন ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীক দেওয়া হয়। আরো উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,তাঁতি দল,ছাত্র দল