৪০ হাজার পরিবারের পাশে ‘মি. নুডলস’

বিজনেস ডেস্কঃ বিদ্যানন্দ ফাউন্ডেশনের চলমান ‘এক টাকায় আহার’ কার্যক্রমের সহায়তায় এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় নুডলস ব্র্যান্ড মি. নুডলস।

সম্প্রতি মি. নুডলসের পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে ৪০ হাজার দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে নুডলস বিতরণ করা হয়েছে।

মি. নুডলসের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) তোষণ পাল বলেন, করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্তমানে সাধারণ ছুটি চলছে। এর ফলে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে সহায়তার জন্য আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও আমাদের এ রকম প্রচেষ্টা অব্যাহত থাকবে।