নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি-নিষেধের কারণে ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার ঘোষিত সময় পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে আরো বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধি-নিষেধ শিথিল হওয়ার পর স্বল্প সময়ে মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে অথবা টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, ৫ মে এক বিজ্ঞপ্তিতে ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করে (পিএসসি)। ঘোষণা অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা আগামী ২৩ মে থেকে ৩০ জুন পর্যন্ত হওয়ার কথা ছিল।