বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই ৪৩-এ পা রেখেছেন সাবেক মিস ওয়ার্ল্ড এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু এই বয়সেও নজরকাড়া এ অভিনেত্রী।
দীর্ঘদিন পর অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় আবারো দেখা গেছে গ্ল্যামারাস ঐশ্বরিয়াকে। তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন সবাই। এবার একটি ম্যাগাজিনের ফটোশুটে সবার নজর কেড়েছেন তিনি।
হার্পার্স বাজার ইন্ডিয়া নামের একটি ম্যাগাজিনের নভেম্বর সংখ্যার প্রচ্ছদে দেখা গেছে অপরূপা ঐশ্বরিয়াকে। ম্যাগাজিনের ফটোশুটে অবারও রূপের জাদুতে সবাইকে মুগ্ধ করলেন তিনি।
Aishwarya
মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রকাশিত হয়েছে ম্যাগাজিনের ফটোশুটের ছবি। প্রকাশের পর পরই তা ভক্তদের নজর কেড়েছে। পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়েও পড়ে।
এর আগে গত ২৮ অক্টোবর মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন করণ জোহর। সম্প্রতি বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অর্জন করেছে সিনেমাটি।