৪৫তম প্রিলিমিনারি পরীক্ষা শেষ

নিজস্ব প্রতিবেদকঃ ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। দুপুর ১২টায় শেষ হয়েছে পরীক্ষা। 

এবার পরীক্ষার্থীদের উদ্দেশে কঠোর নির্দেশনা ছিল। এর মধ্যে ছিল-যদি কোনো চাকরিপ্রার্থী পরীক্ষার সময় পাশের কারো উত্তরপত্র দেখার চেষ্টা করেন, তাহলে তার পরীক্ষা বাতিল হবে। এমনকি ঘাড় ঘোরালেই তার খাতা কেড়ে নেওয়া হবে। এ ছাড়া বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও কন্ট্রোলরুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছিল সরকার।

৪৫তম বিসিএসে আবেদন করেছেন তিন লাখ ৪৬ হাজার প্রার্থী। এ বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট দুই হাজার ৩০৯ জন ও নন-ক্যাডার পদে নেওয়া হবে এক হাজার ২২ জনকে।

৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এরপর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।