৪৫তম বিসিএস: নন-ক্যাডারের ফল প্রকাশ

৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশন-পিএসসি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিসিএস থেকে মোট ৫৪৫ জন প্রার্থীকে বিভিন্ন নন-ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

ফলাফলে দেখা গেছে, সবচেয়ে বেশি ৫০ জন নবম গ্রেডে সমাজসেবা অফিসার পদে নিয়োগ পেয়েছেন।

পিএসসি জানায়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে পিএসসি ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল। ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদের মোট ৫৬৫ (পাঁচশত পয়ষট্টি) সংশোধিত শূন্য পদের বিপরীতে ৫৪৫ (পাঁচশত পয়তাল্লিশ) পদে নিয়োগের লক্ষ্যে সাময়িকভাবে (provisionally) সুপারিশ করা হয়েছে।

এর আগে ২৬ নভেম্বর দিবাগত রাতে এই বিসিএসের ক্যাডারভুক্ত চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।