জাতীয় নির্বাচন আগেই আলোচনায় সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে ইতিমধ্যে আলোচনায় টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ন আহবায়ক ও দক্ষিণখান থানা যুবদল নেতা জামিম হোসেন জামিল।
ঢাকা উত্তর সিটি করপোরেশন গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন অবহেলিত ৪৭নং ওয়ার্ড। এই ওয়ার্ডে বিগত দিনে তেমন উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়েনি।
এই ওয়ার্ডের বাসিন্দা রুস্তম আলী বলেন; এখানে শিক্ষিত এবং জনগণের জন্য কাজ করবে এমন একজন কাউন্সিল আমাদের দরকার। লুটপাটকারী আর চাইনা। জামিল ভাই ভালো মানুষ আমরা তাকে কাউন্সিল হিসেবে দেখতে চাই।
এবিষয়ে জামিম হোসেন জামিল বলেন; দেখেন আমি নির্বাচন নিজের জন্য করতে চাইনা। ৪৭নং ওয়ার্ডের মানুষ শুধু ওয়াদা পেয়েছে। কিন্তু সেই ওয়াদা বা কথা কেউ রাখেনি। এখানে জনগনের প্রতিনিধি লাগবে। জনলুটেরা প্রতিনিধি নয়।
জামিল আরও বলেন; যারা আগেও লুটেছে এখনো লুটছে। আগেও সুবিধা পেয়েছে, এখন সুবিধা নিতে প্রস্তুব তাদের এই ওয়ার্ডের মানুষ চায়না। আমি কারো বিরোধিতা করছি না। অনেকে সম্পদশালী চাইলে এখনো এলাকার উন্নয়ন করতে পারেন। কিন্তু করবেন না। তাহলে আপনি উনাদের দিয়ে কি করবেন।
তৃণমূল নেতাকর্মী ও ত্যাগী নেতাকর্মীদের কথা উল্লেখ্য করে জামিল বলেন; আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারুণ্যের অহংকার আগামী বাংলাদেশের রাষ্ট্র নায়ক। তিনি ত্যাগীদের মূল্যায়ন কথা বলেছেন। আমাদের নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি। জেল জুলুম কত নির্যাতন সহ্য করে দেশের মানুষ জন্য তিনি লড়াই করে গিয়েছেন। আমাদের নেত্রীর জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।
তিনি বলেন; বাংলার রাখল রাজা। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। স্বাধীনতার ঘোষক। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সেস অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি জিয়ার সৈনিক। আমি লড়াই করতে জানি। আমি শহীদ জিয়ার আর্দশ বুকে ধারণ করে ৪৭নং ওয়ার্ডের জন্য লড়াই করে যাবো। ইনশাআল্লাহ।


