
ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে মাঠে নেমেছে ইংল্যান্ড। শুক্রবার টস জিতে ব্যাট করতে নামে ইংলিশরা। শুরুতে উইকেট হারালেও মঈন আলী ও জো রুটের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলে প্রথম দিন ভালোভাবেই পার করে ইংল্যান্ড।
আজ দ্বিতীয় দিনে বাকি ছয়টি উইকেট হারিয়ে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪৭৭ রান সংগ্রহ করেছে।
ব্যাট হাতে মঈন আলী ১৩টি চার ও ১টি ছক্কায় ১৪৬ রান করেছেন। জো রুট করেন ৮৮ রান। লিয়াম ডসন অপরাজিত ৬৬, আদিল রশীদ ৬০ ও জনি বেয়ারস্টো ৪৯ রান করেন।
বল হাতে ভারতের রবীন্দ্র জাদেজা ৩টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব ও ইশান্ত শর্মা।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ড্র করে ইংল্যান্ড। এরপর টানা তিন টেস্ট হারে। তাতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। শেষ টেস্টটি জিততে চায় ইংল্যান্ড।