সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সি ও ক্রাইম পেট্রোল বিডি: রাজধানীর উত্তরার দক্ষিণখান ফায়দাবাদ মৌজায় গড়ে ওঠা ১০ তলা বিশিষ্ট ‘সূর্যমুখী টাওয়ার’ ঘিরে বেরিয়ে আসছে থলের বিড়াল। সাবেক আওয়ামী সরকারের প্রভাবশালী ও বর্তমানে পলাতক ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া এবং তার ঘনিষ্ঠ সহযোগী রিয়াজ মোল্লার বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ৫ কোটি টাকা মূল্যের জমি মাত্র ১ কোটি ৪৬ লক্ষ টাকায় ক্রয়ের নাটক সাজিয়ে এই বিশাল অট্টালিকা নির্মাণের তথ্য পেয়েছে সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সি এবং জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি।
জমির মালিকানা ও দলিলে শুভঙ্করের ফাঁকি
অনুসন্ধানে দেখা গেছে, দক্ষিণখান ফায়দাবাদ মৌজায় ১২.৫৬ শতাংশ জমির ওপর এই ১০ তলা ভবনটি নির্মিত হয়েছে। জমির দলিলে এর মূল্য দেখানো হয়েছে মাত্র ১,৪৬,৭৫,০০০ টাকা। অথচ স্থানীয় বাজার দর অনুযায়ী এই জমির প্রকৃত মূল্য বর্তমানে ৫ কোটি টাকারও বেশি।
দলিলে উল্লেখিত বিক্রেতা ও ভুয়া ঠিকানার রহস্য: জমির দলিলদাতা হিসেবে নাম রয়েছে হাসিনা আক্তারের। দলিলে তার স্থায়ী ঠিকানা উত্তরা সেক্টর-০৫ উল্লেখ করা হলেও অনুসন্ধানে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হয়েছে। এমনকি তার বর্তমান ঠিকানা (USA-এর নিউ আলবানি, ওহাইও) এরও কোনো হদিস পাওয়া যায়নি। দলিলের শনাক্তকারী আগা মনসুর সাদীর ঠিকানাও ভুয়া বলে প্রমাণিত হয়েছে। পুরো প্রক্রিয়ায় শুধুমাত্র আম-মোক্তারনামা প্রাপ্ত ব্যক্তি হারুন আল রশিদের ঠিকানাটি সঠিক পাওয়া গেছে।
ক্রেতা তালিকায় যারা রয়েছেন
সূর্যমুখী টাওয়ারের জমির মালিকানা একক কারো নয়, বরং ১৭ জনের একটি সিন্ডিকেট এটি ক্রয় করেছে বলে দলিলে উল্লেখ আছে। ক্রেতাদের তালিকায় রয়েছেন: ১. মো. রিয়াজ মোল্লা ২. মো. ওমর খসরু খান ৩. মো. আতিয়ার রহমান ৪. সিরাজুম মুনির ৫. মো. আব্দুল ওহাব ৬. মো. রমজান আলী ৭. মো. হোসেন ৮. মো. জাহাঙ্গীর হোসেন ৯. মো. মতিউর রহমান ১০. মো. মশিউর রহমান ১১. শেখ মো. সাদিকুর রহমান ১২. লুতফুন্নাহার ১৩. শিল্পি বেগম ১৪. মো. মাহবুব হোসেন ১৫. মো. আনোয়ার হোসেন ১৬. মো. শামীম খান ১৭. মো. মাজেদুল ইসলাম।
নেপথ্যে কাউন্সিলর সিন্ডিকেট
দলিল পর্যালোচনা করে দেখা গেছে, এই বিতর্কিত জমি কেনাবেচার এক নম্বর সাক্ষী স্বয়ং মোতালেব মিয়া (সাবেক কাউন্সিলর)। অন্যান্য সাক্ষীদের মধ্যে রয়েছেন কাউন্সিলরের একান্ত সহযোগী আমজাদ হোসেন, পিএ জহিরুল ইসলাম হাসান এবং সহকারী আবেদ আলী। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে নামমাত্র মূল্যে জমিটি লিখিয়ে নেওয়া হয়েছে।
আইনি পদক্ষেপ ও বর্তমান অবস্থা
জমিটির প্রকৃত মালিকানা এবং দুর্নীতির তথ্য যাচাইয়ের জন্য ক্রাইম পেট্রোল বিডির পক্ষ থেকে ইতিমত্যে একাধিক সরকারি দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
দুর্নীতি দমন কমিশন (দুদক)
রাজউক (RAJUK)
ভূমি সংস্কার বোর্ড ও ভূমি অধিদপ্তর
পররাষ্ট্র মন্ত্রণালয় (কনস্যুলার শাখা)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
জেলা প্রশাসক (ঢাকা) ও জেলা রেজিস্ট্রার
এছাড়াও আম-মোক্তারনামা প্রাপ্ত ব্যক্তি হারুন আল রশিদের তথ্য যাচাইয়ের জন্য উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও তথ্য চাওয়া হয়েছে।
তদন্তকারী দলের বক্তব্য: “জনস্বার্থে এই বিপুল পরিমাণ সরকারি কর ফাঁকি এবং দুর্নীতির উৎস খুঁজে বের করা আমাদের লক্ষ্য। হাসিনা আক্তার নামক ওই রহস্যময় নারী বা জমির প্রকৃত মালিক কে, তা উদঘাটন না হওয়া পর্যন্ত আমাদের অনুসন্ধান চলবে।”
অনুসন্ধান চলমান…


