
মোঃ লিমন সরদার গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদীতে প্রতিদিন এই হচ্ছে চুরি। একাধিক চুরি হলেও চুরি হওয়া মালামাল উদ্ধার বা চোর গ্রেফতার না হওয়ায় থানায় অভিযোগ করতে অনীহা প্রকাশ করছেন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। সকাল, দুপুর, দিন কিংবা রাত কোনো সময়ই থামছে না চুরি। এতে ছোট বা বড় ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে।
মঙ্গলবার ২৬ আগস্ট গভীর রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের খাজাবাবা কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত সুন্দরদী মহল্লার ভূঁইয়া ব্রাদার্স গ্যাস সিলিন্ডারের দোকানের সাটারের তালার কয়ড়া ভেঙে প্রায় ১২০ থেকে ১৩০টি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে গেছে চোর চক্র। যার আনুমানিক মূল্যে প্রায় ৪ লাখ টাকা। গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থানে ২০ থেকে ২৫টি চুরির ঘটনা ঘটেছে। এই সব চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। ভূঁইয়া ব্রাদার্সের মালিক ভাণ্ডারী মো. লালচান ভূঁইয়া জানান, “টরকী-বাশাইল সড়কের সুন্দরদী মুন্সী বাড়ির সামনে খাজাবাবা কমপ্লেক্সের নিচে আমার দুটি দোকান রয়েছে। সোমবার রাতে দোকানের সব কাজ শেষ করে ১০ টা দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। মঙ্গলবার সকালে পাসের মুদি দোকানদার রুবেল ঘরামী সকাল ৭ টা সময় ফোন দিয়ে বলেন দোকানের তালার কয়ড়া ভাঙ্গা । সাথে সাথে আমি দোকানে আসলে দেখি দোকানে তালার কয়ড়া ভাঙ্গা। এবং চোরচক্র দোকানে থাকা প্রায় ১২০ থেকে ১৩০ টি গ্যাস ভর্তি সিলিন্ডার বোতল নিয়ে যায় তার মূল প্রায় ৪ লক্ষ টাকা।
বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি চুরি হলেও থানায় অভিযোগ দিতে অনীহা কেন এমন প্রশ্নের জবাবে জানান, “অনেক সময় চোর ধরার পর মানুষ অভিযোগ করে না। আমাদের পক্ষ থেকে সর্বদা চেষ্টা থাকে জনগণকে সেবা দেওয়া।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির সঙ্গে যারা জড়িত, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”