চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এই ইয়াবার উদ্ধার করা হয়। ইয়াবাসহ আটক ব্যক্তির নাম হাবিবুল বাশার হাবিব (৩২)।
নগর গোয়েন্দা পুলিশের এসআই আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী বাসে তল্লাশি চালিয়ে হাবিবকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।