
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার নতুন ধরন ডেলটার প্রকোপে রাশিয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। টানা পঞ্চম দিনের মতো দেশটিতে করোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬৯৭ জন। করোনা মহামারি শুরুর পর থেকে এটিই এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মস্কো টাইমস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৪৩৯ জন। গত জানুয়ারির পর যা দৈনিক আক্রান্তের রেকর্ড।
রাশিয়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজধানী মস্কো। শুধু মস্কোতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১১৬ জন। গত জানুয়ারি মাসের পর এই সংখ্যা সর্বোচ্চ। অপরদিকে একদিন আগের তুলনায় এই সংখ্যা ১ হাজার ২শ’র বেশি।
শনিবার নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে অধিকাংশই রাজধানী মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের। কর্মকর্তা সাম্প্রতিক সময়ে সংক্রমন বেড়ে যাওয়ার পেছনে ডেল্টা ভ্যারিয়েন্টকেই দায়ী করেছেন। ভ্যাকসিন কার্যক্রম আরও দ্রুত গতিতে করার দাবি জানানো হয়েছে।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে আবারও লকডাউন জারির বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন যে, পরিস্থিতি উদ্বেগজনক। কিন্তু তিনি বলছেন, কেউ লকডাউন চায় না।
রাশিয়ায় করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী মস্কো। শনিবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৪৬ জন। অপরদিকে সেন্ট পিটার্সবার্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ১১০ জন।
রাশিয়ায় মোট জনসংখ্যার মাত্র ১৬ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছে। গত গ্রীষ্ম থেকেই মস্কোতে কঠোর লকডাউন দেখা যায়নি। তবে এখন লোকজনকে ক্যাফে, বার এবং রেস্টুরেন্টে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। তবে ভ্যাকসিন গ্রহণ করলে অথবা করোনার নেগেটিভ রিপোর্ট থাকলে এসব স্থানে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।
মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন জানিয়েছেন, ২৭ লাখের বেশি মানুষ এখন পর্যন্ত কমপক্ষে ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করেছেন। প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।