ঢাকা - ১৮ চার স্থানে প্রায়

৫০টির বেশি মসজিদে দয়াল কুমার বড়ুয়ার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ জন-সাধারণের মাঝে ডেঙ্গু সচেতনতা ও আগামী জাতীয় দ্বাদশ নির্বাচনে প্রচার-প্রচারণার অংশ হিসেবে ঢাকা -১৮ আসনের খিলক্ষেত, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান ও উত্তরার সেক্টর ৪, ৬, ৯ এবং ১৩’তে লিফলেট বিরতণ করেন ঢাকা – ১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দয়াল কুমার বড়ুয়া।

শুক্রবার বাদ’জুমা এ লিফলেট কার্যক্রম পরিচালনা করেন দয়াল কুমার বড়ুয়া।

এসময় খিলক্ষেতের ২১টি, তুরাগে ২০টি, দক্ষিণখান – উত্তরখানে ১২টি ও উত্তরার সেক্টর ৪, ৬, ৯ এবং ১৩’তে একযোগে লিফলেট বিরতণ করা হয়।

লিফলেট বিরতণ শেষে গণমাধ্যমকে দয়াল কুমার বড়ুয়া বলেন; আমার সমাজের প্রতি কিছু দায়বন্ধতা রয়েছে। এ সমাজের মানুষ আমাকে অনেক কিছু দিয়েছে। সৃষ্টিকর্তার দোয়ার আমি এখন অনেকটাই পূরিপূর্ণ আলহামদুলিল্লাহ্‌। তাই এখন আমার শেষ ইচ্ছা আমি সাধারণ মানুষের সেবা করতে চাই।

তিনি আরও বলেন; ঢাকা – ১৮ আসনকে আরও উন্নত ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। ঢাকা- ১৮ আসনের মানুষের জীবনমান উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাদে কাদ মিলিয়ে কাজ করে যেতে চাই। বেকার জন্য কর্মসংস্থান করতে চাই। শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের শিক্ষার আলো দিতে চাই। তাই এ লিফলেট কার্যক্রম করে যাচ্ছি।

এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন