অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি মূলধনের প্রয়োজনে ব্যাসল-৩ এর অধীনে বন্ড ইস্যু করবে। এ বন্ড ছেড়ে মূলধন বৃদ্ধি করবে ব্যাংকটি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই এটি কার্যকর করবে ব্যাংকটি।
উল্লেখ্য, ব্যাংকটির অনুমোদিত মূলধন রয়েছে এক হাজার কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ৮৭৫ কোটি ৭৯ লাখ টাকা।