৫০ বছর পর সরকারি জায়গা দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক : ৫০ বছর অবৈধ দখলে থাকা বনানী কবরস্থান সংলগ্ন সবুজ বেষ্টনির ১০ কাঠা জায়গা দখলমুক্ত করা হয়েছে।

বনানীর ২৭ নম্বর সড়কের সাথে এয়ারপোর্ট রোডের সংযোগস্থলে ১১০ নম্বর প্লট সংলগ্ন সবুজ বেষ্টনিতে অবস্থিত ১০ কাঠা সরকারি জায়গা প্রভাব খাটিয়ে দীর্ঘকাল দখলে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিশেষ উচ্ছেদ অভিযানের মাধ্যমে ওই ১০ কাঠা জায়গা দখলমুক্ত করা হয়।

ডিএনসিসি’র সম্পত্তি বিভাগের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান শরীফ ও মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্রকৌশল বিভাগ, যান্ত্রিক বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিদ্যুৎ প্রকৌশল বিভাগ একযোগে এ অভিযান পরিচালনা করে।

উচ্ছেদকালে সীমানা প্রাচীর, একটি গাড়ির শো-রুম এবং একটি একতলা ভবনের অংশবিশেষ অপসারণ করা হয়।

অনুসন্ধানে জানা যায়, কোনো দলিলপত্র ছাড়াই জায়গাটি দীর্ঘকাল দখলে থাকলেও কোনো সরকারি সংস্থা এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ওই প্লট দখলে থাকার কারণে বনানী ২৭ নম্বর সড়কের এয়ারপোর্ট রোডের সংযোগস্থলে যানজট সৃষ্টি হতো।

উচ্ছেদ কার্যক্রমের শেষ পর্যায়ে মেয়র আনিসুল হক সরেজমিন পরিদর্শনে এসে সংবাদিকদের বলেন, এ ধরনের অবৈধ দখল থেকে জনগণের সম্পদ রক্ষার্থে ডিএনসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।