
আজিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ: ৫০ মাসের বকেয়া বেতন ভাতা প্রদাণ এবং চাকরি রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া দ্রæত সম্পন্ন করার দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার বারোঘরিয়া ইউনিয়নে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে প্রতিষ্ঠানের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।
এ সময় ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে প্রতিষ্ঠানের ইন্সট্রাকটর (নন–টেক) মো. আজিজুর রহমানের সঞ্চালনায় নিজেদের দাবী–দাওয়া নিয়ে বক্তব্য রাখেন, পলিটেকনিক ইন্সটিটিউটের ইন্সট্রাকটর (নন–টেক) মো. আব্দুল কাদের জিলানী, ইন্সট্রাকটর (টেক) নাজমা খাতুন, জুনিয়র ইন্সট্রাকটর (টেক) সালাউদ্দিন ইউসুফ প্রমুখ।
বক্তারা বলেন, বিগত সরকার সমাপ্ত স্টেপ প্রকল্পের শিক্ষকদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করলেও ২০১৯–২০ অর্থ বছরে ১২ মাসের বেতন ভাতাদি পরিশোধের পর বিগত ৫০ মাস ধরে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকগণ বেতনহীন অবস্থায় আছেন। এতে করে স্ত্রী–সন্তান ও পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকবৃন্দ। আর তাই শিক্ষক ও তাদের পরিবারের জীবন রক্ষার্থে ৫০ মাসের বকেয়া বেতন–ভাতা পরিশোধসহ চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবী জানান শিক্ষকবৃন্দ।
এর আগে নিজস্ব ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ।