৫০ লাখ টাকার বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ক্রিম জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ক্রিম জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

জব্দকৃত পণ্যগুলো হলো-১ লাখ ৬১ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট, ৩২টি মোবাইল ফোন ও ৬৮ কেজি ক্রিম। সিগারেটগুলো ডানহিল ও বেনসন ব্র্যান্ডের।

মঙ্গলবার দুবাই থেকে আগত চার যাত্রীর নিকট থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। যাত্রীরা ছয় নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তাদের গতিরোধ করা হয় এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের সাথে থাকা ৮টি লাগেজ খুলে ওই পণ্যগুলো জব্দ করা হয়। যাত্রীরা হলেন-ফেনীর আনোয়ার, পারভেজ, চট্টগ্রামের হাসান এবং ব্রাক্ষণবাড়িয়ার রূপালী আক্তার।

আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।