৫২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে তুরাগ থানাধানী ৫২নম্বর ওয়ার্ড বিএনপির সহযোগিতায় ধর্ম প্রাণ রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) তুরাগের বাউনিয়া সুলতান মার্কেট এলাকায় ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর বলেন, দলের নির্দেশে বা কর্মসূচির অংশ হিসেবে এই ইফতার সমাগ্রী বিতরণের আয়োজন করা হয়।

 

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

এদিকে, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, দলীয় নির্দেশনায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ওয়ার্ডের ধর্মপ্রাণ রোজাদার ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, এই ইফতার আয়োজন কারও একক নয়, দলের সকল নেতাকর্মীদের সহযোগিতায় সবাই মিলে অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত। এভাবে দেশের জনগণের পাশে দাড়াতে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা শুধু দলীয় নির্দেশনা পালন করি।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন রোকন।
এসময় উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন জনি, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন,
২ নম্বর ইউনিট বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ২ নম্বর ইউনিট বিএনপির সভাপতি শাকিল, ২ নম্বর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো শওকত মাদবর, তুরাগ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি, মো আরিফ হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক তুরাগ থানা স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ আকাশ আহাম্মেদ সদস্য সচিব ৫২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী রাকিব হাসান, ৫২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুল হালিম দেওয়ানসহ অন্যান্য নেতাকর্মীরা।