৫৩ বছর যারা দেশ শাসন করছে তারা মানুষের আকাঙ্ক্ষা পূরন করতে পারেনি

কহিনুর: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বিগত ৫৩ বছর যারা ঘুরে ফিরে বাংলাদেশ শাসন করছে তারা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। মানুষকে মুক্তি দিতে পারেনি, মানুষের সাথে বেঈমানি করেছে, গাদ্দারি করেছ, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। দেশের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতি, অপহরণ, গুম,খুন করে করেছে, দখলবাজী করেছে। তারা সবাই কম বেশি দুর্নীতিবাজ।

অতএব বিগত দিনে যারা দেশ শাসন করেছে তাদের নতুন করে জনগনের সামনে বলার কিছু নেই। তাদের চরিত্র কি, রাজনীতি কি এটা বাংলাদেশের মানুষ দেখেছে। তাদের চরিত্র যে পরিবর্তন হয়নি তা আবারও প্রমানিত হচ্ছে। এখন জনগনকে সিদ্ধান্ত নিতে হবে আগের সেই মোদা রাজনীতি, আগের সেই গাঞ্জা রাজনীতি,প্রতিহিংসার রাজনীতি, ধ্বংশের রাজনীতি, সেই পথে আমরা যাবো নাকি কল্যানের,নীতি-আর্দশ,মানবতার রাজনীতি আমার গ্রহন করব। যদি আমরা নীতি-আর্দশ,মানবতা, শান্তির রাজনীতি করতে চাই তাহলে একজন সৎ নীতিবান,আদর্শবান নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। পীর সাহেব চরমোনাইর কাছে খারাপ মানুষ গেলে ভালো হয়ে যায়। তার কাছে দেশ নিরাপদ দেশের জন নিরাপদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  ইসলামী আন্দোলন বাংলদেশ কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাও. গাজী আতাউর রহমান বলেছেন।

২৯.০৮.২৪ইং তারিখ রোজ রোববার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা প্রসাশনের খেলার মাঠে গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদরের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাও. সিরাজুল ইসলাম। আরো বক্তৃতা দেন, পটুয়াখালী জেলা শাখার সদস্য হাওলাদার মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মাও. মো. নজরুল ইসলাম, বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মাও. মো. ওমর ফারুক, মাও. হেদায়তুল্লাহ জেহাদী , মাও. আসাদ্দুজামান ইউসুফ প্রমূখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার বলেন, ৫ আগষ্ট থেকে বিএনপি এ পর্যন্ত ১৪ কোটি টাকা চাঁদা তুলে ভাগ ভাটোয়ারা করেছে।

তিনি কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকার্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিরপেক্ষ থেকে কাজ করা এবং বিশেষ কোন দলকে যেন সুবিধা দেয়া না হয় তার দাবি জানান।

সমাবেশে প্রায় ১ হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৭টায় গণ সমাবেশ শেষে রাতে ১১ টা পর্যন্ত উচ্চ শব্দে ইসলামীক গান পরিবেশন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অনুসারী শিল্পীরা।