
বলিউড অভিনেতা আরবাজ খানের দ্বিতীয় স্ত্রী সুরা খান মা হয়েছেন। ৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হলেন আরবাজ।
এর আগে প্রথম স্ত্রী অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে একসন্তান রয়েছে আরবাজের। সেই ছেলের বয়স ২৩ বছর। যদিও ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় আরবাজ-মালাইকার। এর পর লম্বা সময় একাই আছেন অভিনেত্রী মালাইকা।
২০২৩ সালে রূপটান শিল্পী সুরা খানকে বিয়ে করেছিলেন অভিনেতা আরবাজ। বিয়ের বছর ঘোরার সঙ্গে সঙ্গে দিলেন সুখবর। এবার কন্যাসন্তানের বাবা-মা হলেন এ তারকা দম্পতি।
২০২২ সালে একটি সিনেমার শুটিং সেটে আরবাজের সঙ্গে আলাপ হয় রূপটান শিল্পী সুরার। সেটে এমনি টুকটাক কথাবার্তা চলত। তার বেশি কিছু ছিল না। কিন্তু শুটিং শেষ হয়ে যাওয়ার পর আলাদা দেখা করা শুরু করেন দুজনে। প্রায় দুই বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা।
কিন্তু পুরোটাই আড়ালে রেখেছিলেন। আরবাজ আর সুরা যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখনই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তার পর বিয়ে। চলতি বছর জুনে খবর মেলে যে মা হতে চলেছেন সুরা। বর্তমান স্ত্রীর সঙ্গে আরবাজের বয়সের ফারাক অনেকটাই। তা নিয়ে বিয়ের আগে আলোচনাও হয়েছিল বিস্তর।
বিয়ের পর এক সাক্ষাৎকারে আরবাজ বলেছিলেন, সুরা আমার থেকে অনেকটাই ছোট। কিন্তু তাই বলে সুরার ১৬ বছর বয়স নয়। আমরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। বয়সের পার্থক্য থাকলেও মানসিকভাবে আমরা কাছাকাছি। একে-অপরকে বুঝতে কোনো সমস্যা হয় না আমাদের বলে জানান আরবাজ খান।