চট্টগ্রাম : নৌযান ধর্মঘটের কারণে পাঁচ দিন ধরে স্থবির থাকার পর রোববার সকাল থেকে আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা।
ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে বহির্নোঙরের বিভিন্ন জাহাজ থেকে পণ্য খালাস শুরু করেছেন লাইটার জাহাজের শ্রমিকরা।
বহির্নোঙরের পাশাপাশি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ১৬ ঘাটেও পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু করেছেন শ্রমিকরা।
চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানান, শনিবার রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসার পর আজ সকাল থেকেই নৌযান শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ফলে সকাল থেকে চট্টগ্রামের ১৬টি নৌঘাট এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, বন্দরের বহির্নোঙরে অবস্থানরত প্রায় অর্ধশত জাহাজে পণ্য খালাস বন্ধ ছিল। রোববার সকাল থেকে এসব জাহাজ থেকে পণ্য খালাস শুরু করেছেন শ্রমিকরা। বিভিন্ন লাইটারেজ জাহাজে পণ্য পরিবহনও শুরু হয়েছে।