দামি প্রিমিও ব্র্যান্ডের প্রাইভেটকারে পাচার করার সময় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার চট্টগ্রাম মহানগরীর নেভাল অফিসার্স আবাসিক সংলগ্ন এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে মোহাম্মদ আমীন (৩৭) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সন্দেহভাজন একটি প্রাইভেট কার (চট্ট-মেট্টো গ-১২-৩১৬৪) আটক করে তল্লাশি করা হয়। এ সময় কারে ভেতর থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আমীনকে আটক করা হয়।
আটক আমীন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে কম দামে ইয়াবা ট্যাবলেট কিনে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয় করে আসছিল। আমীনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার প্রক্রিয়া চলছে।