৫.৭ মাত্রার ভূমিকম্পের ধাক্কা: বংশালে রাজউক চেয়ারম্যান, কাঠগড়ায় অপরিকল্পিত নগরায়ন

বিশেষ প্রতিবেদক: গতকাল শুক্রবার (২১/১১/২০২৫) সকাল ১০টা ৩৮ মিনিটে পাঁচ দশমিক সাত (৫.৭) মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর যখন বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদদের তাত্ত্বিক আলোচনা শুরু হয়েছে, ঠিক তখনই রাজধানীর অপরিকল্পিত নির্মাণ চিত্রটি ভয়াবহ রূপে উন্মোচিত হলো। ভূমিকম্পের আঘাতে সারা ১০ জনের প্রাণহানির প্রাথমিক খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে বংশালে প্রাণহানির ঘটনা ঘটলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি ভবন মালিকের কাছে নকশা দেখতে চাইলে মালিক তা দেখাতে ব্যর্থ হন এবং সাত দিনের সময় চান।
সংবাদদাতার তথ্যানুসারে এবং বিভিন্ন গণমাধ্যম পর্যালোচনা করে দেখা যায়, ৫.৭ মাত্রার এই মৃদু ভূমিকম্পেই বহু ভবনে ফাটল দেখা দিয়েছে। রাজধানীজুড়ে এমন হাজার হাজার ভবন রয়েছে, যা কোনো প্রকার পরিকল্পনা বা বিল্ডিং কোড অনুসরণ না করেই নির্মাণ করা হয়েছে।
প্রতিবেদনে অভিযোগ করা হয়, ৫ কাঠা জমির ওপর ১০ তলা ভবন, প্রতি ফ্লোরে ৪টি ইউনিট; অথবা ১২ কাঠা জমির ওপর ১০ তলা ভবন, প্রতি ফ্লোরে ৬টি ইউনিটের মতো ঝুঁকিপূর্ণ নকশা রাজউকের চোখের সামনেই তৈরি হয়েছে।
সবচেয়ে গুরুতর অভিযোগটি উঠেছে রাজউকের অভ্যন্তরে ব্যাপক ঘুষ লেনদেন নিয়ে। অভিযোগ মতে, প্রতিটি বিল্ডিং প্ল্যান পাসের জন্য রাজউক কর্মকর্তাদের ১০ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এই ঘুষের বিনিময়ে পাস হওয়া দুর্বল কাঠামোর ভবনগুলো কীভাবে ৫.৭ মাত্রার ভূমিকম্পের ধাক্কা সামলাবে, সেই প্রশ্ন এখন তীব্র।
রাজউকের বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ, তারা চকচকে পোশাকে অফিসে আসেন, কিন্তু তাদের মূল কাজ এখন শুধু ঘুষের টাকা নেওয়া। নিয়ম বহির্ভূত নির্মাণের বিষয়ে পরিচালক বা অথরাইজড অফিসারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলে না। এমনকি খোদ রাজউক চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।
অথচ ৫.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পেয়ে চেয়ারম্যানের তাৎক্ষণিক রাস্তায় নেমে আসা অনেককেই সন্দেহের চোখে দেখছেন। প্রশ্ন উঠেছে—ভূমিকম্পের আগে যারা নীরব থাকেন, তাদের এই তৎপরতা কি কেবলই ‘লোক দেখানো’?
রাজধানীর আবাসিক এলাকার চিত্রটি আরও করুণ। অসংখ্য ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে যা রাজউকের অনুমোদন ছাড়াই নির্মিত। এসব ভবনে ১০ ফুট বাই ১১ ফুটের তিনটি রুমের ভাড়া বাবদ প্রতি মাসে ১২ হাজার টাকা গুনতে হয় সাধারণ ভাড়াটিয়াদের। এর সঙ্গে যুক্ত হয় ৩ হাজার টাকা বিদ্যুৎ বিল, ১২০০ টাকা গ্যাসের বিল, ৫০০ টাকা পানির বিল, এবং ২০০ টাকা ময়লার বিল। কিছু ক্ষেত্রে স্যুয়ারেজ লাইন ও সিঁড়ি ঝাড়ুর জন্য আরও ১০০০ টাকা দিতে হয়।
এই পাঁচ থেকে দশ তলা ভবনগুলো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও, এদের মালিকরা রাজউকের ‘অধরা’।
দেশের সাধারণ মানুষ এখন ন্যায়বিচারের দাবি জানাচ্ছে। যারা সঠিকভাবে বাড়ি নির্মাণ না করে এই ‘মৃত্যুর ফাঁদ’ বানিয়ে রেখেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির এখন সময়ের দাবি। রাজউক কি পারবে হাজার হাজার অধরা ভবন মালিককে আইনের আওতায় আনতে?