৬৩৯ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ আটক ৩

আটক

জেলা প্রতিবেদকঃ ৬৩৯ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

আটকরা হলেন, গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আবু সাইদের ছেলে সাব্বির হোসেন (১৯), হামিদুল ইসলামের ছেলে রানা (২০) ও কাজীপুর গ্রামের মিরাজ হোসেনের ছেলে দুখু (২০)। এসময় ফেনসিডিল বহনকারী একটি ট্রাক জব্দ করে পুলিশ।

আজ বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ২ টার দিকে হাড়াভাঙ্গা সেন্টারবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। গাংনী থানার ওসি ওবাইদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেন।

ওসি ওবাইদুর রহমান জানান, কাজীপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল ও গাঁজা নিয়ে ট্রাক যোগে হাড়াভাঙ্গা সেন্টারবাজারে অপেক্ষা করছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এসময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের মাদকসহ আটক করেন। ফেনসিডিল-গাঁজা নিয়ে তারা কুষ্টিয়ার উদ্যেশ্যে যাচ্ছিলো বলে জানান ওসি।