
আন্তর্জাতিক ডেস্ক : প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গেছে তাকে। এ ছাড়া ঘোড়া ছুটিয়ে যাওয়ার ছবি, অগ্নিনির্বাপণ বিমানে উদ্ধারকারীর ভূমিকায় নেওয়া ছবি, বৈকাল হ্রদ ও কৃষ্ণ সাগর উপকূলে গভীর জলে তোলা ছবি পুতিনের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি হিসেবে বহুল প্রচারিত। এবার হয়তো সেই ছবির সঙ্গে অনন্য আরো একটি ছবি যুক্ত হতে চলেছে- আর সেটি হলো ‘পিয়ানো বাদক পুতিন’।
রয়টার্সের খবরে বলা হয়েছে, জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য অপেক্ষা করার সময় পিয়ানো বাজান পুতিন। এর আগে তিনি চীনের নতুন সিল্ক রোড পরিকল্পনাবিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন।
রাশিয়ার বার্তাসংস্থা তাস ও রাষ্ট্রীয় রাশিয়ান টেলিভিশন জানিয়েছে, মস্কো ও সেন্ট পিটার্সবার্গ নিয়ে সোভিয়েত আমলের গানের কিছু অংশ বাজিয়ে শোনান পুতিন।
৬৪ বছর বয়সি পুতিন চমকপ্রদ কিছু করে দেখাতে হয়তো বেশিই পছন্দ করেন। তবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা নিয়ে তার বিরুদ্ধে বিরোধীদের কঠোর অভিযোগ রয়েছে।
নানা দোষ-গুণে আলোচিত-সমালোচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তি জীবনে বিলাসি ও সৌখিনচেতা মানুষ।
তবে অনেকের হয়তো জানা নেই, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির দেশ রাশিয়ার এই প্রেসিডেন্ট পিয়ানো বাজাতে পারেন। রোববার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে পিয়ানোয় সুর চড়ালেন বিশ্বের ক্ষমতাধর এই রাজনৈতিক নেতা।