৬ দিন বন্ধ থাকার পর চালু চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর

আজিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ: অনিয়মদুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে পুনরায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানিরপ্তানি কার্যক্রম চালু হয়েছে।   

সোনামসজিদ স্থলবন্দরের আমদানিরপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ তথ্য জানিয়েছেন।

 তিনি জানান, গত সেপ্টেম্বর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অনিয়মদুর্নীতি বন্ধসহ চার দফা দাবি জানিয়ে আসছিলেন সোনামসজিদ আমদানিরপ্তানিকারক গ্রুপ। ফলে ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় বন্দরের আমদানিরপ্তানি কার্যক্রম।

 এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড সোনামসজিদ আমদানিরপ্তানিকারক গ্রুপের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক আবদুস সামাদ।

  সময় বৈঠকে বন্দরের সমস্যা সমাধানের নিরসন হলে শুক্রবার এক জরুরী বৈঠকে সোনামসজিদ স্থলবন্দর চালুর সিদ্ধান্ত নেয় আমদানিরপ্তানিকারক গ্রুপ।

 এর আগে পাথর বোঝাই ট্রাক খালাসে মাশুল আদায় কমানো, ব্যবসায়ীদের দেওয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা তদন্তসহ চার দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানিরপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা।