
সচিবালয় প্রতিবেদক : আগামী ৬ নভেম্বর জার্মানির বন শহরে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৩)। ১৭ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। বিশ্বের ১৯৭ দেশের প্রায় ১০ হাজার প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ২৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন মঞ্জু এ কথা জানান। তিনি বলেন, ‘বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এ কারণে দেশের মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ সম্মেলনে এবারও আমরা আমাদের উদ্বেগের কথা তুলে ধরব।’ তিনি আরো বলেন, গত জলবায়ু পরিবর্তন সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে দ্বীপরাষ্ট্র ফিজি এ সম্মেলনের আয়োজন করবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ দেশটিতে এত বড় সম্মেলন আয়োজনের অবকাঠামোগত সুবিধা না থাকায় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জার্মানির সহায়তায় বন শহরে এবারের জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে। মন্ত্রী জানান, গত বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলনের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে জার্মানির বন শহরে গত সপ্তাহে কার্যকরী কমিটির বৈঠক হয়েছে। সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে এই সপ্তাহ থেকে কপ-২৩ এর প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সচিব ইসতিয়াক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।