৬ মাস পর স্বাক্ষর দিতে কবর থেকে উঠে এলেন স্কুল কমিটির সভাপতি!

পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম বড়গোপালদী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মৃত সভাপতির নাম ব্যবহার করে পদোন্নতির কাগজপত্র তৈরির অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের সভাপতি মো. জয়নাল আবেদীন ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর মারা যান। অথচ ২০২৪ সালের ১ এপ্রিল তার স্বাক্ষর ব্যবহার করে পদোন্নতির কাগজপত্র প্রস্তুত করা হয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, সরকারি অনুদান আত্মসাত, লাখ টাকা ঘুষ গ্রহণ এবং নিয়োগ বাণিজ্যসহ একাধিক অনিয়মের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।