৬ লাখ টাকা নিয়ে রাজুকে ভুয়া নিয়োগপত্র দেয়া হয়: র‌্যাব

একজন কর্নেল, আরেকজন মেজর। আছে বডিগার্ড-ড্রাইভারও। যেন সেনাবাহিনীর একটি ইউনিট‌। আসলে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য তারা। সেনা কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন বাহিনীতে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ৬ সদস্যকে গ্রেফতারের পর র‌্যাব বলছে, মেজর পরিচয় দিয়ে বহু নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ধোঁকা দেন চক্রটির প্রধান সোহেল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সদ্য এসএসসি পাস করা টাঙ্গাইলের মোহাম্মদ রাজু আনসার বাহিনীতে যোগ দিতে শারীরিক পরীক্ষায় অংশ নিতে সম্প্রতি গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে যান। বাদ পড়ে বের হতেই তার সঙ্গে দেখা হয় মেজর পরিচয় দেয়া এক ব্যক্তির। চাকরি পাইয়ে দেয়ার নিশ্চয়তা দিয়ে রাজুকে ফাঁদে ফেলা হয়।

র‌্যাব জানায়, নানা নাটক সাজিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। বাসায় ফিরেই প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন রাজু। এ ছাড়া সৈনিক পদে চাকরি দেয়ার কথা বলে চুয়াডাঙ্গার হাবিবকেও ফাঁদে ফেলে একই চক্র।

র‌্যাব বলছে, চক্রের প্রধান মেজর পরিচয় দেয়া সোহেল আগেও গ্রেফতার হয়েছেন। আর কর্নেল পরিচয় দিতেন তৈয়ব। গ্রামের সহজ-সরল তরুণদের টার্গেট করে বিভিন্ন বাহিনীতে চাকরি দেয়ার কথা বলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণায়ও জড়িত চক্রটি। চক্রটির সঙ্গে জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।