
পর্দার খবরের চেয়ে তারকাদের বিলাসবহুল গাড়ি-বাড়ির খবরে আগ্রহ বেশি ভক্তদের। জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, হৃতিক রোশন, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের পর এবার মুম্বাইয়ের জুহুতে ৫৯০ স্কয়ার ইয়ার্ডের বাড়ি কিনেছেন অজয় দেবগন। এই বাংলো বাড়িটির দাম ৬০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা। এমন খবর প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, অজয়ের নতুন বাড়ি তাঁর পুরোনো বাড়ি ‘শক্তি’র কাছাকাছিই। গত বছর নভেম্বরে নতুন এই বাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছিলেন অজয়। চলতি বছরের এপ্রিলে সেই প্রক্রিয়া শেষ হয়েছে। বর্তমানে অজয় ও কাজল দম্পতি নতুন কেনা বাংলো সাজাতে ব্যস্ত সময় পার করছেন।