৭১ তলার দুই টাওয়ার হবে

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের বিজয়ের স্মৃতি ধারণ করতে রাজধানীর অদূরে পূর্বাচলে ৭১ তলা বিশিষ্ট দুইটি টাওয়ার নির্মাণ করা হবে। যেখানে স্টিলের উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মশাররফ হোসেন।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে রোববার আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্টিল স্ট্রাকচার নিউ ইরা ইন ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্র এবং স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন অব বাংলাদেশ (এসবিএমএ)- এর যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ গত ৮ বছরে যে পর্যায়ে গেছে তাতে ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশ হবে। আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। সে লক্ষ্যে আমরা অবকাঠামো নির্মাণে জোড় দিয়েছি। আজকের সেমিনারে এসে আমি স্টিলের গুরুত্ব বুঝলাম। এখন থেকে বড় বড় স্থাপনায় যাতে স্টিলের ব্যবহার বেশি হয় সে দিকে লক্ষ্য রাখবো। এখন থেকে সরকারি যে কোনো প্রকল্পে স্টিল নির্ভর স্থাপনা নির্মাণ করা হবে। আমাদের পরিকল্পনা রয়েছে ১৯৭১ সালের বিজয়ের স্মৃতি ধারণ করার লক্ষ্যে পূর্বাচল প্রকল্পে ৭১ তলা বিশিষ্ট দুইটি সুউচ্চ টাওয়ার নির্মাণ করার। যেখানে স্টিলের উপর গুরুত্ব দেওয়া হবে। এ জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে।’

রাজউক কর্তৃক অনুমোদিত প্ল্যানে সুয়ারেজ লাইন বাধ্যতামূলক করা হবে এমন তথ্য উপস্থাপন করে তিনি বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্ল্যান অনুমোদনে সুয়ারেজ লাইনের নকশা থাকতে হবে। আমরা এ বিষয়টি বাধ্যতামূলক করে দেবো। আর প্ল্যানে স্টিল নির্ভর স্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হবে। কারণ, স্টিল ভূমিকম্প সহনশীল এবং খরচ কম ও নির্মাণে সময় কম লাগে। এতে সরকারি অর্থের সাশ্রয় হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা পূর্বাচলে ১৪২ তলা টাওয়ার নির্মাণের উদ্যোগ নিয়েছি। প্রকল্পে যদি ওই টাওয়ার নির্মাণ করা যায় আমি সেখানে স্টিলের উপর গুরুত্ব দেবো।’

তিনি বলেন, ‘রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যে ভবন নির্মাণ করা হচ্ছে আমি যদি আগে স্টিলের গুরুত্ব বুঝতাম তাহলে ওই ভবন স্টিল নির্ভর ডিজাইন করে নির্মাণের ব্যবস্থা করতাম।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তুরস্কের স্টিল স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ সিলামি গুরেল এবং ইংল্যান্ডের স্টিল স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ডেভিড পিটারকিন।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মেসবাহুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা, স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন অব বাংলাদেশের (এসবিএমএ) সভাপতি প্রকৌশলী জাকির হোসেন সরকার, আইইবির অনারারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুস সবুর, প্রকৌশলী খাইরুল বাশার।

দিনব্যাপী কার্যক্রমে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিভিন্ন স্টিল নির্মাতা কোম্পানির ১১টি স্টলে তাদের পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।