নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘৭৩ হাজার কোটি টাকা পাচারের ঘটনায় তদন্ত চলছে। এ ব্যাপারে আইন প্রয়োগে আমরা পিছপা হব না।’
বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে এক বছরে ৭৩ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ সম্পর্কে জানতে চান পীর ফজলুর রহমান।
এর জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘যে টাকা বিদেশে পাচার হয়েছে সেটি বিরাট অংকের টাকা। বর্তমানে তথ্য প্রবাহের যুগে অনেক তথ্যই আমরা পেয়ে থাকি। তবে এ তথ্যকে আমরা উড়িয়ে দিচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট আছে, তাদের কাজ হচ্ছে এসব বিষয়ে গবেষণা করা, খোঁজ-খবর নেওয়া। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার তাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেবে। চুরি অহরহ হবে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আইন প্রয়োগে আমরা পিছপা হব না।’


