
অবৈধ জাল ব্যবহাররোধে ঢাকা জোনের অধীনে বিসিজি স্টেশন চাঁদপুর ৭৫ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জালসহ দুইজনকে আটক করে কোস্টগার্ড। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ওয়ার্লেস মোড় সংলগ্ন গাছতলা ব্রিজ এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুন্সিগঞ্জ থেকে হরিনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ন- ১৫-৪২-৬২) থেকে নতুন কারেন্ট জালসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন- মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ির আকবর সিকদারের ছেলে মো. আরিফ (৩২) এবং মাদারীপুরের পাঠক কান্দি গ্রামের আব্দুল মান্নান বেপারীর ছেলে আব্দুল বারেক (৪২)।
পরবর্তীতে জব্দ করা জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা করে জরিমানা করে।
আমিরুল হক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য ধরা রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।