ক্রীড়া ডেস্ক : ২৭৩ রান তাড়া করতে নেমে চা বিরতির আগে স্কোর বিনা উইকেটে ১০০।
কিন্তু চা বিরতির পরই যেন ভোজবাজির মতো পাল্টে গেল সব। আর মাত্র ৬৪ রান যোগ করতেই অলআউট!
ঢাকা টেস্টের তৃতীয় দিনে কাল শেষ সেশনে মাত্র ৬৪ রানে ইংল্যান্ডের ১০ উইকেট তুলে নিয়ে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ।
ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের দুই হাসান- মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। দুই স্পিনারই ১০ উইকেট ভাগ করে নিয়েছেন। মিরাজ ৬টি, সাকিব ৪টি।
৭৮ বছর পর টেস্টে এক সেশনে সব উইকেট হারাল ইংল্যান্ড। সবশেষ এক সেশনে ইংল্যান্ডের ১০ উইকেট পড়েছিল ১৯৩৮ সালে।
সেবার হেডিংলিতে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৪৯ রান। কিন্তু তৃতীয় দিনে লাঞ্চের আগেই ১২৩ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। ৬০ থেকে ১২৩- ৬৩ রানে পড়েছিল ১০ উইকেট!
৭৮ বছর আগে হেডিংলির সেই দুঃস্মৃতিই যেন কাল ফিরে এল মিরপুরে। এশিয়ায় টেস্টের চতুর্থ ইনিংসে প্রথম ও শেষ উইকেটের মাঝে ইংল্যান্ডের এর চেয়ে কম রান করার ঘটনাও আছে। ২০১২ সালে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ১০৫ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ২১ রান তোলা ইংল্যান্ড অলআউট হয়েছিল ৭২ রানে। ৫১ রানে পড়েছিল ১০ উইকেট।