
খুব ঠুনকো কারণে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানোটা আজকাল দেখা যায় হরহামেশাই। কখনও কখনও তাতে যোগ দেয় পাশের আরেকটি কলেজও। তেমনই আরেকটি ঘটনা দেখা গেলো মঙ্গলবারও (২২ এপ্রিল)। অর্থাৎ, সাত দিনের বিরতি দিয়ে দু-কলেজের ছাত্ররা আবারও সংঘর্ষ জড়ালো।
দুপুরে মিরপুর সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। বেশ কিছুক্ষণ চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপও করে উভয়পক্ষ।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী বলে দাবি করেন তারা। পূর্বশত্রুতার জের ধরে সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত বলে তাদের ভাষ্য।
তারই পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকেন।
এরআগে, গত ১৫ এপ্রিল রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহন হন।