৮০ হাজার ৯২২ হাজী দেশে ফিরেছেন

বিশেষ প্রতিবেদকঃ গত ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২৬ সেপ্টেম্বর। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮০ হাজার ৯২২ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৪টি ও সৌদি এয়ারলাইন্সের ১১৫টিসহ মোট ২১৯টি ফ্লাইটে তারা দেশে ফেরেন। চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে সর্বমোট ১২৭ জন হজযাত্রী ইন্তেকাল করেন। তাদের মধ্য পুরুষ ১০৬ জন ও নারী ২১ জন। ১২৭ জনের মধ্যে মক্কায় ৮০ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৫ জন, মিনায় ১৮ জন ও আরাফায় ১০ জন মারা যান। সর্বশেষ গাইবান্ধার মো. আমিন হোসেন (৭৬) গতকাল শুক্রবার পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর বিএম-০৮২৭৯০৮। এদিকে হজ প্রশাসনিক দলের দলনেতা ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজ উদ্দিন গতকাল (শুক্রবার) মদিনার হজ ব্যবস্থাপনা সরেজমিনে প্রত্যক্ষ করতে মক্কা থেকে মদিনায় আসেন। অন্যদিকে, কাউন্সিলর (হজ) মুহাম্মাদ মাকসুদুর রহমান মদিনার হজ ব্যবস্থাপনা পরিদর্শনের জন্য এখন মদিনায় অবস্থান করছেন। তিনি শুক্রবার হাজিদের খোঁজখবর নেন।