৮৫ বিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে টাইম ওয়ার্নার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানি এটি অ্যান্ড টি ঘোষণা দিয়েছে, তারা ৮৬ বিলিয়ন ডলারের বিনিময়ে টাইম ওয়ার্নার গ্রুপ কিনতে যাচ্ছে।

টাইম ওয়ার্নার গ্রুপ বিনোদন ব্যবসায় বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি।

অর্থমূল্যের বিচারে এই চুক্তি হবে চলতি বছরে বিশ্বের সবচেয়ে বড় চুক্তি। শনিবার দুই কোম্পানির যৌথ বোর্ড মিটিংয়ে চুক্তির বিষয়ে বোঝাপড়া হয়। তবে এর জন্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর অনুমোদন লাগবে।

বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

এটি অ্যান্ড টি টেলিকম কোম্পানি তাদের দ্রুতগতির নেটওয়ার্ক ব্যবহার করে অনলাইন ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর ইচ্ছায় বিনোদনজগতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান টাইম ওয়ার্নার কেনার সিদ্ধান্ত নিয়েছে।

টাইম ওয়ার্নার গ্রুপের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এইচবিও, সিএনএন টিভি নেটওয়ার্ক, ওয়ার্নার ব্রোস ফিল্ম স্টুডিও। এ ছাড়া আরো কিছু নামিদামি বিনোদন প্রতিষ্ঠান রয়েছে তাদের। নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি অনুমোদন পেলে ওয়ার্নার গ্রুপের সব প্রতিষ্ঠানে মালিক হবে এটি অ্যান্ড টি।

এটি অ্যান্ড টির প্রধান নির্বাহী র‌্যান্ডাল স্টিফেনসন বলেছেন, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অনুমোদন পেতে তিনি তাড়াহুড়া করবেন না। নিয়ম অনুযায়ী হবে সব। তিনি আরো বলেন, দুই গ্রুপ এক হলে সংশ্লিষ্ট সবার জন্য কাজে সুবিধা হবে। মিডিয়া ও নেটওয়ার্ক প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে নির্মাতা, পরিবেশক ও বিজ্ঞাপনদাতাদের জন্য সুবিধা হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি নির্বাচিত হলে এ চুক্তি বন্ধ করে দেব।’ শনিবার চুক্তির বিষয়ে সমঝোতা হওয়ার আগে ট্রাম্প এ চুত্তির বিষয়ে হুঁশিয়ার করেন, ‘মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সীমাহীন ক্ষমতা কুক্ষিগত হচ্ছে।’

তবে সবকিছু যদি ঠিকঠাকভাবে চলে, তাহলে ২০১৭ সালের শেষ নাগাদ টাইম ওয়ার্নার গ্রুপের মালিকানা পাবে এটি অ্যান্ড টি।