
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সামরিক বাহিনীর একটি ভি-২২ অসপ্রে মডেলের বিমান পশ্চিম জাপানের একটি দ্বীপের কাছাকাছি অংশে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে আটজন আরোহী ছিলেন বলে জানা গেছে।
জাপানের কোস্টগার্ডের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, তারা জাপানের ইয়াকুশিমা দ্বীপের কাছাকাছি জায়গায় বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের উদ্ধারে টহল নৌকা ও বিমান মোতায়েন করেছেন।
তবে কোস্টগার্ড এ ঘটনা সম্পর্কে আর কোনো তথ্য জানায়নি। যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তাও জানা যায়নি।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জানান, তারা এখনো এ ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।
দ্বীপের বিমানবন্দরের কাছাকাছি জায়গায় দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটির বামপাশের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং এটি ভূপাতিত হয়।
স্থানীয় সময় দুপুর ২টা বেজে ৪০ মিনিটে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। জাপানের মন্ত্রিসভার মুখ্য সচিব হিরোকাজু মাতসুনো এ তথ্য জানান।
আগস্টে অপর একটি অসপ্রে বিমান উত্তর অস্ট্রেলিয়া উপকূলের কাছে বিধ্বস্ত হয়েছিল।
হেলিকপ্টারের মতো ব্লেড সম্বলিত অসপ্রে বিমান একইসঙ্গে হেলিকপ্টার ও বিমান হিসেবে কাজ করতে পারে। মার্কিন মেরিন, নৌবাহিনী ও জাপানের প্রতিরক্ষা বাহিনী এটি ব্যবহার করে থাকে।
জাপানে অসপ্রে বিমান মোতায়েনের বিষয়টি বিতর্কিত। সমালোচকরা বলেন, এ ধরনের হাইব্রিড আকাশযানে দুর্ঘটনার সম্ভাবনা বেশি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও জাপান দাবি করেছে- এটি নিরাপদ।