নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রেজাউল করিমসহ আট রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
রোববার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।
এই আটজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, লুটপাট, অপহরণসহ আটটি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না এ বিষয়ে আদেশের জন্য ১৭ নভেম্বর ধার্য করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউর আবুল কালাম আজাদ।
আট আসামির মধ্যে চারজন রেজাউল করিম, এ বি এম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী, মো. ওমর ফারুক গ্রেপ্তার হওয়ার পর কারাগারে রয়েছেন। বাকি চার আসামি মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল, কাজী বদরুজ্জামান পলাতক রয়েছেন।
এর আগে গত ২৬ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ফরমাল চার্জ দাখিলের জন্য ১৮ সেপ্টেম্বর ধার্য করা হয়।
আসামিদের বিরুদ্ধে একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, লুটপাট, অপহরণসহ আটটি অভিযোগ রয়েছে।